-------------শব্দের নিঃশব্দতা----------------
******************************
আমি বললাম বাহ্ সুন্দর কবিতা।
শব্দের করুন মাত্রা কাগজের বুকে -
আঁচড় কেটে বলে গেলো -
"আমার নিঃশব্দতার শব্দ কি শুনতে পাও?"
আমি বললাম না..তো ।
শব্দ বললো,
"আমি জর্জরিত দারিদ্রের কষাঘাতে,
সাম্প্রদায়িক দ্বন্দ্বে আমি দিশেহারা ।
ধর্মের অজুহাতে ধর্ষণ হচ্ছে মানবতা,
প্রকৃতির (নারী) সম্ভ্রম নষ্ট হচ্ছে -
সত্যের আড়ালে অবিরাম ।
মান নেই হুঁশ নেই,
ভালোবাসার লেশমাত্র নেই,
শুধু স্বার্থের আদান-প্রদান,
আমি তাই দুঃখের শব্দ :
বলতেই পারো আমায় সুন্দর 'কবিতা'!
যদি কিছু শব্দ পাশাপাশি বসেই -
কবিতা হয়ে যায়,
তবে ডাক আমায় ' কবিতা ' বলে! "
## পলাশ বিশ্বাস