------------------প্রজন্ম পুরুষ-------------------

পুরুষ, তুমি পৌরুষ'কে  আঁকড়ে ধরো,
অস্তিত্বের শেষ রক্ত বিন্দু দিয়ে মনকে সতেজ করো ।
আগামীর সূর্য উঠবে-
তোমার শক্তির জোগান স্বরূপ,  
পথ হবে প্রশস্ত জীবনের উদ্দীপনায় ।  
নতুন পথ চলার ক্লান্তি ;
আর পথের খানা-খন্দে পড়ে থাকা ব্যর্থতা ;
তোমার কংক্রিটের পথ তৈরি'তে সহযোগি হবে ।  
প্রতিটি মাইল ফলক অতিক্রমনের হিসেবের সাথে,  
রমণীর সংসার, পুত্রের ইচ্ছা, কন্যার রাজকুমার,  
মা-বাবার স্বপ্ন, আত্মীয়ের মনোরঞ্জন,  
আর নিজের মেরুদণ্ড মাঝে মৃত্যুকে বশ করবার –  
অবিনশ্বর শক্তি পূরণের প্রতিজ্ঞাবদ্ধে ;
তুমি পারদর্শী বটে !  
তোমার কষ্ট গর্ভ জোয়ারে পরিপূর্ণ হলেও ,  
চোখে জল আসার আগেই শুকিয়ে যাবে,  
কর্তব্যর , দায়িত্বের ভারে, কারণ ;
তোমাকে চাওয়া হয়েছে -  
এই গুরুভার বইতে বংশ রক্ষার্থে, বংশ তিলক হিসেবে ।  
আসলে ; তুমি কারো সন্তান নও,  
কারো স্বামী নও, বাবা নও,  
কারো দাদা নও, দাদু, ঠাকুরদা নও,  
শুধু প্রাকৃতিক নির্বাচনের মাধ্যম মাত্র ,  
এ দায় বহনের জন্য,  
তপ্ত কাঞ্চনের মতোই খাঁটি ও কঠিন হয়ে ;
সকলের আশানুরূপ আকারে আকৃতি পেতে হয় ,  
কনক প্রভা নিয়ে ।  
পুরুষ তুমি পৌরুষ'কে  আঁকড়ে ধরে -  
আগামী প্রজন্মের প্রতিমূর্তি হতে নারীত্বে প্রাণ ঢাল।  

## পলাশ বিশ্বাস