-------------জীবন খেলাঘর--------------
***************************
যত ক্লান্তি অন্তর্ভুক্ত হৃদয় জুড়ে,
তবুও নিঃশ্বাসে প্রশান্ত প্রশংসা ।
যতো অবসাদ বিষাদের ছায়া অবলম্বনেও-
অন্ধকারে আলোর সংকেত ।
যতো দুঃখ উষ্ণ শোণিত বেয়ে -
সমুদ্রের ঢেউয়ের মত আছড়ে পড়ে বুকে,
আবার ভাটার টানে শান্ত, স্নিগ্ধ তটভূমি।
ততোধিক ভাঙা গড়ার কারিগর রূপে বিদ্যমান -
জীবন খেলাঘর!


মৃত্যু থেকে অমৃতলোকের যাত্রাপথে -
নৈতিক দায়িত্ব নৈর্ব্যক্তিক,
কিন্তু  সে পথের পিচ্ছিলতায়  স্খলন ঘটে ।
ব্যক্তি স্বতন্ত্র অস্তিত্ব, জ্বরা, ব্যাধি, মোহ-মায়া -
প্রেম-প্রণয় আর আপন-পরেই স্থগিত ,
তাই মুক্তির স্বাদ শেষ নিঃশ্বাসেও অধরা।
সত্যি টা জীবন-মৃত্যুর মাঝখানে -
ভাঙা গড়ার কারিগর রূপে বিদ্যমান -
জীবন খেলাঘর।

# # পলাশ বিশ্বাস