---------------ইচ্ছে করে--------------------
*****************************
তুমি আরও একবার পায়ের বুড়ো আঙুল দিয়ে -
মাটিতে গোল গোল দাগ কাটতে থাকো,
পুকুর পাড়ে একাকী দাঁড়িয়ে নির্জন দুপুরে ।
ইচ্ছে করে ,
তখন এসে ভীতু স্বরে বলি ,
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি।
তোমার গাল দু-খানি লাল হয়ে উঠুক আরো এক বার।


ইচ্ছে করে,
তোমার আশায়  পথ চেয়ে বসে থাকি সারা বিকেল।
তারপর সন্ধ্যা নামলে,
আমিই না হয় ছুটে যাই  নানা অছিলায়।
ভালোবাসার লজ্জায় নিজেকে গুটিয়ে রাখো আমাকে দেখে।
নানান অজুহাতে তোমাকে দেখতে চাই,
তুমি মনে মনে হাসো এই ভেবে যে,
ভালোবাসার পাগলা মরেছে এবারে ।


ইচ্ছে করে,
তোমার জন্য নাম না জানা কোনো ফুল তুলতে গিয়ে-
হাতে কাঁটা ফুটে জ্বলতে থাকুক,
একটু রক্ত ঝরুক আরো একবার,
তুমি কোনো লতানো পাতার রস লাগিয়ে দেবে ক্ষতস্থানে,
যেন  ব্যথা আমি নয় তুমিই পেয়েছো।


ট্রেনে কিম্বা বাসে পাশাপাশি বসে হাতে হাত রেখে ;
ঠিকানা হীন পথে চলতে শুধু চলতে ইচ্ছে করে।
ইচ্ছে করে,
আঁধার নেমে এলে,
তোমার কোলে মাথা রেখে একটু ঘুমানোর ভান করতে।
তুমি আদর করে কোমল আঙুল গুলি দিয়ে,
বিলি দেবে মোর চুলে।


আরো একবার -
ভালোবাসার আগুনে পুড়ে ফাগুনের রং নিয়ে -
প্রজাপতির মতো উড়তে ইচ্ছে করে,
তোমার সুবাস ছড়ানো চারিপাশে।
ইচ্ছে করে,
বয়সের বেড়া-জাল ভেঙে ফিরে যাই,
সেই পুরোনো দিনের আবেগের ছায়া তলে,
যেখানে তুমি এখনো আগের মতোই আছো ।

# # পলাশ বিশ্বাস