------------আগামীর আবাহন-----------
**************************
ভাবি কালের লক্ষাধিতরঙ্গ যে দিন গুলি -
অবসন্ন বেলায় যেদিন বলবে -
"অভ্যন্তরীণ কলহে আমি ভারাক্রান্ত ক্লান্ত" ,
তারস্বরে দৈবগণ যেদিন নিশুতি ধ্বনি দেবে,
সেদিন প্রমাদ গুনবে এ পৃথিবী।
সেদিন গরিমা তোমার -
অচিরে মিশিবে ধুলায়,
সম্প্রীতি, সমৃদ্ধির খ্যাতি মাগো -
পলে পলে যাবে ফুরায়,
সেদিন বুঝবে সত্য এ গুঁজবি।
চড়াই উৎরাইয়ের মত -
ভরে গেছে পাপে,
জানিনা মাগো কোন অভিশাপে।
অবিশ্রাম ক্ষিপ্র বেগে যে বাতাস -
ধরণীরে করে গ্রাস,
বৃথা কি নয় তারে থামানোর প্রয়াস?
তবুও আশা ছাড়ি নাই।
দানব দমনে রুদ্রের আবাহনে যদি -
দামালের দল পাই।
হে আগামী ; ভূমিষ্ট কর -
শেরপার মত বীর।
বারংবার মহড়া করে -
সে উপহার দেবে শান্তির নীড়।
আর যদি কু-সন্তান হয় ;
তোমার স্নেহ-ভালোবাসার কনক প্রভায় -
ধুয়ে মুছে নির্মল হবে,
যত আছে খুঁত।
তারপর....!
মাগো তোমার উন্নত শির ভূষিত করবে -
জয়ের শ্রী-মুকুট।
## পলাশ বিশ্বাস