--------------- অবচেতন--------------
*****************************
অবিবেচ্যর প্রখর অজ্ঞতায় -
চেতন মন নির্বাক হল,
সঙ্গাহীনের সঙ্গার সন্ধানে হারালাম সব ।
সব কেন?.
যে বোঝে সে খোঁজে,
অবচেতন মন বুঝল কই,
তাই সব...।
স্বপ্ন ছেঁড়া মলাটের অস্পষ্ট লেখার -
বিষয় নির্বাচন ছিল ভুল,
গুণবাচক বিশ্লেষিত সংজ্ঞাও তাই--
নির্বাচিত বিষয়ের অমিল!


চির বসন্তের উদ্দামতা শান্ত হয়ে -
জীবনের বেলা অস্তমিত যায় -
সাজানো শয্যা'পরে !
ব্রহ্মান্ডের গ্রহ পুঞ্জ, নক্ষত্র রাজি, মহাদেশ,
দেশ, রাজ্য, জেলার প্রান্তরে দাঁড়িয়ে -
এক তিল সম গ্রামের ভিড়ে ক্ষুদ্র জীব মাত্র,
কেবা মনে রাখে তারে।
এই আসা-যাওয়ার ফাঁকে যা কিছু পাওয়া ;
তারে কুড়ায়ে কেবল ঝুলি ভরা।
আর তোমাদের কাছে ঋণের পাণ্ডুলিপিখানি-
রেখে যাওয়া , তবুও -
অবচেতন মন বুঝল কই..?


## পলাশ বিশ্বাস