টাইম মেশিন
অন।
২০২০, মার্চ, আর্থ -- লকড।
ক্রিং... চ্নিইইই ফ্রূউউউ ফট
শুনশান রাজপথ জুড়ে
নাকাবন্দি, পুলিশেরা ঘোরে।
দূরের লাউডস্পিকার দিচ্ছে নির্দেশ
অস্পষ্ট তাই বোঝা যাচ্ছে না শেষমেষ।
ভট ভট শব্দে ছুটে যায়
হয়ে নিতান্ত নিরুপায়
মাস্ক পরিহিত একজন।
কোথা যায় খোঁজ তার
রাখছে কি কেউ?
নিখোঁজ শহর জুড়ে
ট্রাফিকের চেনা সেই ঢেউ।
উরে বাবা কি এটা?
কাঠবিড়ালি, তাও কিনা রাজপথে!
হয়েছে যত জড়ো
সংযোগে, একসাথে।
চারিদিকে পাখিদের মেলা কলরব
জানো কিছু, হয়েছে কি বিপ্লব?
লুকাই, এক্ষুণি লুকাই!
ফ্লাই ওভার টারি নিচে,
তোমরা কারা !
কেনো আছো দাঁত মুখ খিঁচে?
আচ্ছা এখন চুপ!
হয়েছে বুঝি কোনো ক্যু!
চলেছে সারি সারি ট্যাঙ্ক আর
সাঁজোয়া গাড়ীর দল।
সাথে মেলা সরকারি কল!
দক্ষিণে চলছে রায়ট
প্রফেট বলছে ঘর-কাজ হারা মানুষের কথা।
এতদিন বয়েছি সমাজের মোট,
মানব না আজ মানব না নিয়ম।
ছিনব ক্ষমতা এবার
মহামারী দিয়েছে সুযোগ।
প্রতিষ্ঠা হবেই এবার
ফুটপাথ সরকার।
তাই, বিদায় বন্ধু বিদায়।
হা রে রে রে রে।