মন যে সইতে চায় না
রোজের সৃষ্টি বায়না
কালের মহৎ ভাবনা
গুন বা ভাগের পাওনা
বড়ই ইচ্ছে মনেতে
খাটতে গায়ে গতরে
মাথায় গামছা জড়িয়ে
ভ্যানেতে মাল বইতে।
বাঁধের মোরাম রাস্তার
এবরো খেবরো পথ টার
দুপাশ ঘিরে কারবার
বৃক্ষ গুল্ম লতার
দুপুরে সেপথ খানি
হিমঘর যেন ধরণী
পথ মাঝে দানাপানি
মিটাবে তৃষ্ণা ক্লান্তি
শরীরের ঘাম মুছে
জান ভরে জিরিয়ে
মাল সব বেঁধে ছেঁদে
আবার যাব ছুটে।
কৌশলে চাকা তিনটে
ডাইনে বাঁয়ে কাটিয়ে
পৌঁছে যাবো গন্তব্যে
কাছের অথবা দূরে
না থাকলে কাজের তাড়া
দেখবো লোক আগাগোড়া
শুনবো লোকের মস্করা
গুলতানি আর পাঁয়তারা
কাজ শেষে খোলা মাঠে
মোবাইলে গান ঘেঁটে
কাটাবো সকল সন্ধ্যে
হাওয়া খেয়ে, গান গেয়ে।