গৃহ বন্দি দুটি জীবন একে অপর কে খুঁজে নেয় একান্তে
বয়ে যায় আবেগ ঘন কিছু মুহূর্ত।
মারণ রোগের এই বাস্তবতার মাঝে
এগুলো কি নিছকই বিদায় বেলার কিছু স্মৃতি হয়ে যাবে!
কেউ তো বলে দেয় না কাল কি হবে
সকলে তাই ভীত, চিন্তিত।
দূরের মসজিদের আযান মনে করিয়ে দেয়
সকলের সেই অজানা গন্তব্য কে।
কে থাকবে আর যেতে হবে কাকে
সেতো নেহাতই সংখ্যার এক নির্দয় খেলা
তাও কি আমরা ভেবে চলেছি
এরপর হইতো বা আমারি পালা।
নাকি ভাবছি, আমি আমরা থেকে যাবো
ওর ডাক আসবে, সে চলে যাবে।
সকলে তাও লড়াই টা নিজেদের মত করে লড়ছি
ভেঙে পড়তে চেয়েও সামনের দিকে চাইছি
দিন গুনছি।
এই মৃত্যু মিছিলে
প্রকৃতি ফিরে পাচ্ছে তার হারানো দিন গুলি
করে নিচ্ছে কিছু ক্ষতের মেরামতি।
হইত আর অ্যান্টার্কটিকার বরফ গলবে না
হইত আর চারিদিকে দাবানল জ্বলবে না।
তাই হঠাৎ পাওয়া এই গৃহ বন্দি জীবনও কি
মিটিয়ে নিচ্ছে নিজের সব চাওয়া পাওয়া গুলোকে
- কি জানি কাল কি হয়!