বাবা, লকডাউন টা কবে শেষ হবে?
আমি যে কলকাতার বাড়ি ভুলে যাবো
আমাকে তুমি সেখানে কবে নিয়ে যাবে?
বাবাজীবন, দুর্ভিক্ষ আসবে নিশ্চয়
আরো চাল চাই, সাথে কিছুটা পিয়াজ
হরলিক্স, অ্যালজলাম, স্টামলো ফাইভ
দ্বিতীয় যুদ্ধে সেবার হয়ে ছিল তাই।
চাই না গয়না কোনো, বন্দী আমি
এভাবে কি ইচ্ছা মেরে কাটে রাত দিন
পারছি না আর আমি বাসন মাজতে
বালতি গুলোতে জল ভরে দাও তুমি।
হ্যালো, কি বললি, কাজকর্ম বন্ধ সব
হয়নি টিকিট কেনা তাড়াহুড়ো করে
লাগছে পয়সা রোজ থাকা খাওয়ার?
সে বার নোটবন্দিতে বাড়ি ফিরে এলি
এই তো ছ'মাস হলো গেলি তোরা সব।
বাবা বললেন, ক্ষমা করুন আমায়।
মারণ ব্যাধি - বিষপান করুন স্বেচ্ছায়।