তোমাকে ভালো বাসতে গেলে
                         ক্রুসেড পেরোতে হয় !
ভাঙা কাঁচ আর আর আয়নায় তছনছ যে মরণ
                         ভাঙতে হয় তার শীতঘুম
রাত থেকে রাত, তারায় তারায়,
                        খুঁড়ে যাওয়া কৃষ্ণ গহ্বর ;
ধুঁয়ে দিতে হয় মহাজাগতিক বন্যায় !

তবু পারি,
জিতে আসতে সবকটা মরু-পর্বত,
ফিরে আনতে পারি সব ব্যত্যয় !
         নদী হতে পারে যত হিমবাহ,
শুধু,
        রাশ টেনে অন্ধ সময় __