যদি নিতেই হয়
ফসল নিও
জীবন বেঁধে বাওয়া
বুকের যুযুধান ।
দু'চোখ ছুঁয়ে পানসি নিও
কথা রাখলাম
ফিরবে না পিছুটান ।
শুধু ,
স্বপ্ন ছুঁয়ো না !
চাঁদের মতো পাহারা দিক ও
অন্ধকারের দেশে ,
বৃষ্টির মত শরীর ছুঁয়ে
বলতে থাকুক , __
শোনো ! জীবন আসছে ,
আর একটু মেঘের পরে ।
না তারা, না আকাশপ্রদীপ
ঝড়ের রাতে সব লুঠপাট
জল জমেনি বন্যার তোড়ে
ঠেকে আছে শুধু এই বিশ্বাস ___
ও থাকলে সব থাকবে ।
অপেক্ষাই তাই শুধু
দু'চোখে আঁধার জ্বেলে ,
রাত ভোর করে বুনতে থাকা
নক্সী কাঁথার বাঁধ,
ভেঙে যাক , ___
কথা রাখলাম
ফিরবে না পিছুটান ।
শুধু , স্বপ্ন ছুঁয়ো না !
ও বুকের রন্ধ্রে বিঁধতে থাকুক
জীবন শিহরণ !