কত হৃত প্রদোষের রেশে
আজ সতেরো শ্রাবণ শেষ
অষ্টাদশের পুণ্য প্রভাতে
তোমার অভিষেক;
বসুন্ধরার দেশে তোমার
সতেরো বছর শেষ।
কলাপীর কেকা, কিঞ্জল রাগে
কানড়ের নীলে, নিবাত চিরাগে
রইল তোমার নিমন্ত্রণ;
ময়ূখমালীর মধুমালঞ্চে
মৌনীতে তোমার নয়নমঞ্চে
রইল হৃদয়ের বন্ধন ;
স্বপ্নে গানে, স্মৃতি মন্থনে
আজ যেন অঙ্গরাগেরই আবেশ,
সতেরো বছর শেষ।
নবনীড়ে আজ নিবেশ তোমার
আনন্দ অন্তহীন
নবীনের কাঁখে রইল আমার
অর্ঘ্য অন্তরীন,
তোমার অঙ্গনে আজ, ভরিয়ে দিলাম
আন্তর উন্মেষ ;
----- সতেরো বছর শেষ !