স্বপ্ন আঁকা দিনগুলো
বঁধু পুরনো হয়ে যায়,
আমার ভালোবেসে রাখা পলগুলো
আজ অতিথি হয়ে যায় __
__ এ কোন বিহান বহনায় !
সেদিন চলে যায়
স্মৃতির আঙিনায়,
নব বিহান বহনায়।
একদিন কানে কানে কত বলেছি কথা
হৃদয়ের হিল্লোলে,
চিবুকের কোনে আবেগ রেঙেছি __
উষ্ণের উতরোলে !
তবু কেন সে স্বর্গ
পিছু ফেলে যায়
বিজন বীথিকায় !
- আমার স্মৃতির আঙিনায়,
সেদিন চলে যায়
বঁধু উজান বহনায়।
সেদিন বাঁশির সুরে কি রেশ ছিল যে
মেতেছি আকিঞ্চনে !
চোখের কলে আবেশ ছিল যে
বরেছি প্রভঞ্জনে ;
হায় ! সে ক্ষণ সেদিন বলেইতোনি যে,
রেখে যাবে মোহনায় -
নব বিহান বহনায় !!!