ছেড়ে তো এলাম তোমায়,
স্কুল !
সার্টিফিকেট বলে তাই।
তবু হৃদয়ে নিগূঢ়ে গহনে
তোমায়
ছাড়তে কি পেরেছি ?
কৌতূহলের বয়স ছিল
শীতের রোদের সেদিনগুলো
তোমার কাঁখেই গুজরে গেছে
ভুলতে কোথায় পেরেছি !
জ্ঞানের যে দ্বীপ অবারিত আজ
নিকষকালো যাত্রাপথে _
তোমার আশিষের দান
অনন্তের গর্ভে আমার প্রথম অভিষেক
তোমার স্নেহের ঐকতান
তবু বাঁধতে কোথায় পেরেছি _
অসীম সে আশনাই
সার্টিফিকেট বলে তাই।
শৈশব ছেড়ে কৈশোর ছুঁতে
যেদিন মাতনের সাড়া পেয়েছি
দুচোখে কত স্বপ্নের অভিযান।
মিঠে গরলের নেশায় সেদিন
মন চুয়ে হরেক রঙের অভিধান
সে রঙ বরষাও তোমার লয়েই
পড়ার অবসরে গুজরান
আজ বীতরাগ,
তবু মনে পড়ে সেই
প্রথম খেলার রোশনাই
ফেলে এলাম কোথায় তাকে
সার্টিফিকেট বলে তাই !