আগুনকে তুমি ভুল পথ ভেবে
               নিভিয়ে এসেছ
                                 আজ বহু প-থ হল,
বহু প্রলেপ, বহু বিশ্বাস চাপিয়েছ
                       তার ওপরে ;
তবু আগুন !
                   আজও কেন
                                  ধিঁকি ধিঁকি
                                 কোথাও জ্বলে !
দিনের পর দিন রাত পেরিয়ে
                                   বছর ঝরে যায়,
বয়সের হাত আঁকড়ে ধরে
         গ-হ-ন ক্ষয়ে যায়,
সেই গহনেরও পরে,
               কোথাও যেন গন্ধ থেকে যায় !
"রাখতে নেই"-তো স্নায়ুতে এঁটে বেঁধেছিলে, স্বপ্ন!
তবুও
         বন্যার পাড়ে খেলতে যাওয়া
              তো সে-ই মনেই থেকে যায় ।
তবে, স্বপ্ন !
                 একি শুধুই আমার পরাজয় ?
তোমার এক পাঁজর বিশ্বাস আছে,
                 তার খাঁচা খুলে দিয়ে ফেরো  একবার ,
দেখবে,
          ভোরের পৃষ্ঠা মোড়াতে গিয়ে
                                         কোথাও  ফাঁকিই থেকে যায়!