একদিন দেখা হবে
                       নীল্ আকাশের নীচে,
নীল গরলের বসুন্ধরার
                         বাঁধন ছিঁড়ে আসব ।
নিষেধের হৃদয় চিড়ে
                         স্বপন কেড়ে আনব, -
শুধু উজাড়  করব বলে,
                                    সেদিন ভালোবেসো !


জ্যোৎস্নায় স্নিগ্ধ আঁখি
                          প্রাণ ভরে দেখব সেদিন,
ও ঠোঁটের দখিন দোলায়
                               শিহরণ লাগবে সেদিন
       ঝরে যাওয়া ফুলেই সেদিন স্বর্গ গড়ে তুলবো ।
  -------   সেদিন ভালোবেসো  ।

নিশ্বাসের রজনীগন্ধায়
                      এ প্রশ্বাস ভরিয়ো সেদিন
পরশের কাকতন্দ্রা
                     দু'চোখে রাঙিয়ো সেদিন ,
এ চলার শেষে যে দিন
                    শুধু তোমার হয়েই আসব ;
                 সেদিন
                             ভালোবেসো !