আজ থেকে একশো বছর পরে মনে থাকবে
                           আমি স্বপ্ন দেখেছিলাম !
সাতশো সাগর তেরোশো  নদী উথাল করে এসে
                                শব্দ খুঁজেছিলাম,
           কবিতা লিখব বলে ।

আজ থেকে একশো  বছর ধরে মনে পড়বে
          একদিন কারও  "তুমি" ছিলাম।


চেরাপুঞ্জির ছেঁড়া ছেঁড়া মেঘ
              দিনভর যুঝেছি ;
শধু নীল রাতটুকু নীহারিকা দেখে
                         নীরব থেকে ছিলাম,
মনে আছে,
                ভোরের আগেই
জীবন খুলে উধাও হয়েছিলাম
                গন্ধ নেব বলে !
একশ শতক স্তব্ধে ভিজেও
                            চোখে রাখব
                                  আমি 'তৃষ্ণা' পেয়েছিলাম !
------- একশ বছর আগে
                                  (কারও) তুমি ছিলাম ।



ঘুমপাড়ানি আবেশ ছাড়িয়ে
(যেদিন)       প্রথম সূর্য দেখেছি, -------
      কুসুম কুসুম ওম পেয়ে
                    ঝর্না হয়েছিলাম;
        মনে আছে,
                       পাগল হয়েছিলাম
              উঠোন ভরে
                         স্বপ্ন কুড়োব বলে ।

এ-ক-শো যো-জ-ন !
                          রক্তে হেঁটেও
              মনে থাকবে
     সে-ই (একবার) ভালবেসেছিলাম , -

------- আজ থেকে একশ বছর আগে
                                  (কারও) তুমি ছিলাম ।