জীবন আছে ,
আমার ।
সে ভাঙাই হোক আর চোরাই হোক
পার কিংবা পর্বত
(যার) ও'পার শুধু ঝরনা ।
পথ জানিনা ।
সামনে এখন শুধু নদী
পার হতে হবে
মাঝি হবে ?
পারানি নেই, ___
সহপ্রেমটুকু ছাড়া ।
জীবন চোঁয়া নয়
সমান্তরালে বাঁধা ;
(জীবনের) জাফরি কাটা আঁধার থেকে
স্পষ্ট দেখা যায় __
আঁধো আঁধো রেখার মতো ,
ছুঁতে দিগন্ত লাগে না ।
গন্তব্য - আকাশগাঙ
বাতাস হবে ? তো চল,
সঙ্গে কিছু নেই, ঝরাপাতার
ফেরা উর্মিটুকু ছাড়া
যদি চাও চুরি করতে পার
তৃপ্তি তোমার,
চাইতে গ্রহণ লাগেনা ।
ধ্রুবতারা এখনও দাঁড়িয়ে ঠায়
সেদিন থেকেই, যেদিন চোখ ফুটেছিল তার ,
যাবো ,
এখনও অনেক পথ
জীয়নকাঠি বুকে ।
আগুন ! নিভবে না ।
সাথে জ্বলবে ?
তো চল ।
অ-প্রিয় !