ভালো আছো তো?!
জানি,
কয়েকটাই ছিল পলাশ,
পড়ন্ত বিকেল রোদে;
তবু রঙ লেগেছিল,
আবীর আর আসমানীতে
ঝিম ধরানো জুটি !
নিকোনো উঠোন পেরিয়ে
যেদিন
তোমার সাথে মনের কিনারে,
অলীক ফুটেছিল চাঁদ !
মাদল আর মহুয়ায় ধুয়ে
ঘুম কাড়া লুটোপুটি !
শেষ রাত পরাবাস্তব চরাচর,
উথাল পাথাল করে
শুধু বিবেকের আঁকিবুকি ।
আজ ফিরতি মধুমাস,
ক্ষুধার্ত পাখিদের
ঘরে ফেরার রেশ;
ক্ষণজন্মা প্রেমিকের ছুটি ।
স্মৃতির কুহরে ঝরে যাক যত
সোদা গন্ধ,
ঘর পুড়িয়ে ঘর খুঁজে যাক
পথ হারানো নদী !
ভালো থেকো ।