ঝড় যদি কান পাতে,
            তোমারে গন্ধে,
                          তুমি ভিজবে তো?

যদি অস্ফুট শব্দেরা,
       তোমায় বিভোর করে,
       সারা রাত,
                         তুমি জাগবে তো !


পথ হারানো কুয়াশা যদি
মোমের আদর খোঁজে -
                    তোমার চোখে?
এক রাশ পৃথিবী ছড়িয়ে দেয় -
              তোমার বিধুর হাতে?
                  তুমি রাখবে তো !

রঙেদের যত খেলাধুলো শেষ,
ফিকে রামধনুকের -
               ভেসে যাওয়া দেশ;

তবু, তোমার আকরে ফেরে যদি,
সাত জনমের রেশ!
                      তুমি খুঁজবে তো !