মন কখনো থামে না
এগিয়ে বা পিছিয়ে যায়
জখম-জরা-মৃত্যু -
নিঃশ্বাস ছাড়িয়ে যায় !

মিশকালো রাত, ভয়ের অচেনা বাঁক,
তবু রাশ টানেনা,
ভাসতে ভাসতে ছুঁয়ে আসে ছায়াপথ!
নেই কোনো দেশ, নেই ঘর, -
শুধু, একে একে গণ্ডী ছাড়িয়ে যায় !

কিছু প্রেমের মহা-প্রলাপ, ঝুটো চড়াই-উৎরাই
দাগ কাটে আর কই,
হেলায় ছেঁড়ে আসে হিম-শিখর
কোনো হার নেই, কোনো জিত নেই
- একে একে যুদ্ধ পেরিয়ে যায় !!!