1
বুভুক্ষ,বর্বর, বেমানান জীব বলতে
যা বোঝায়, হয়ত আমি তাই ।
গভীর অন্ধকার গলিতে ফিরছি নিয়ত
খাচ্ছি ধাক্কা, অতলে গোল্লায় যাই ।
সিনেমায় মৃত্যু ভীষণ সহজ, হয়ত
মিথ্যে বলেই, আমি কঠিনে ভয় পাই।
অস্থি-মজ্জা, শিরা-উপশিরা আর স্নায়ু
পচে গলে যাচ্ছে ভিতরে, হৃৎপিণ্ডে রক্ত নাই।
মিনাক্ষীর মর্মান্তিক বরবাদি দেখে
মন মশগুল, কালি বেশে নৃত্য করে রাই ।

2
জীবনে বেঁচে থাকার নেশায়, ভালোবেসে
ভালো থাকার আশায়, চোখ থেকে রক্ত গড়ায়!
নগ্ন স্বামীর জান্তব পাশবিকতায় ধর্ষিত স্ত্রী
জেগে ওঠে প্রেমের আহ্বানে, রাতভোর জাগায় ।
দুঃসাহসী কবি উপোসী চোখে শব্দ খুঁজে ফেরে
সাধারণ কবিতা দলে ভিড়ে কাগুজে স্তুপ মাড়ায়।
মৌনতার দাবী নিয়ে এতদিন চুপ করে ছিল যে তরু
দেখ বর্ষাশেষে তারও নতুন পাতা গজায়।
লাস্যময়ী নারী উরুর সম্মোহনে কাঁপে গোটা জগৎ
ভীত ম্লান মুখে সে শুধুই নিজেকে ঠকায় ।