আপন হস্তে আঁকিয়াছ তুমি এমন বিশ্ব ভুবন-
বিশ্ব কল্যাণে পাঠায়েছ তুমি কত যে মানব রতন!
যুগ-যুগ ধরি দশ-দিক হেরি মেলিয়া রেখেছ নয়ন
বর্ধিত ক্রোড়ে সন্তান সম করি নিশ্চিন্তে শয়ন।
নানা অলংকারে গড়েছ পৃথিবী রেখেছ করে যতন;
তৈরী করেছ শান্তি রাজ্য তোমার মনের মতন।।
তবে কেন আজ হেথায় এমন প্রলয় এসেছে নামি
কোন পাপে আজ উথাল-পাথাল হচ্ছে ধরণী ?
মাতৃ রুপেও সংকোচিত,অ-সম্মানিত কেন হায় রমণী!
প্রকৃতিও আজ প্রবল বেগে এনেছে আঘাত হানী।
দিনে দিনে এই মানব জাতি আর কত নিচে নামবে জননী!
কলির শেষে তুমিও কি করবে বিলাপ , হে অন্তরযামী...!