এলো রে আবার ফিরে
বাঙালির সেরা উৎসব
এলো রে আবার ফিরে
কলকাতার মহোৎসব ।
ঘরে ঘরে নতুন আনন্দ
আজ আর নেইকো দন্দ
খুশির দিনে বাঙালি বিভোর
পুলকিত আজ প্রতি রন্ধ্র ।
কেনা-কাটির ধুম পড়েছে
দোকানে তাই সেল লেগেছে
পার্লারে ঘণ্টা লাইন দিয়ে
রুপের নতুন রং খুলেছে ।
কত কিছু ই রঙ্গ মাগো
বাপের বাড়ি এসে দেখো
চারদিনে তোর চ্যালাগুলো
ফ্রি তে কত নেট ফুরালো ।
খুশি আজ পথের ও শিশু
সে ও বুঝি পাবে ভালো কিছু
হয়তো একটু ভালো খাবার কিম্বা
ধনীর বাতিল জামা পরবে আবার ।