ও দাদা, শুনছি ছেলের বিয়ে দেবার নাকি হয়েছে তোমার মতি
           মেয়ে একটি আছে বটে, বড় সে গুণবতী ।
           তার থেকেও ভালো কথা সে তোমাদের ই জাতি
           তুমি রাজি হলেই মেয়েটির এখন হয় একটা গতি ।


ঠিকই শুনেছ, ছেলের বয়স তো প্রায় তিরিশ পেরোলো
               এই বছর চারেক আগে চাকরি ও পেল ।
               টাকা-পয়সা, বাড়ি , গাড়ি সবই তো হল!
               মেয়ে সম্পর্কে এখন একটু খুলেই বল ।


জানো হয়তো, ওই রায়বাহাদুরদের বড় ছেলের নাতনি
                  যেমন রুপবতী তেমন সে জ্ঞানী ।
                  ছিল জমিদার, তাই পরিবার এখনও ভীষণ দানী
                 তবে, পৈতৃক সূত্রে ও মেয়ে হয়েছে বড়ই অভিমানী।


আরে শোনো, ওকে চিনি; মেয়েটি খারাপ নয় বটে -
                 তবে, ওহে ঘটক, কিছুই নেই কি তোমার ঘটে!
                আমার ছেলেকে জামাই করবে,টিকতে পারবে নোটে?
                শেষে বিয়ে দিতে গিয়ে দেখব পণ দিচ্ছে ভিটে!


ভুল করছ,  শোন বলি, এখনও কিছু আছে জমিজমা
              গয়না-গাটি ও ভালোই আছে সে কথা কেউ জানেনা ।
              যৌতুকে নয় সবই নেবে,সন্তান একটা বই দুটোতো না
             ভিটে-মাটি ও পাইয়ে দেব, যদি বুঝে পাই নিজের পাওনা ।