শুনেছি আমাদের দেবদেবী নাকি প্রায় তেত্রিশ কোটি,
এজন্য ই কি দুবেলা সবার জোটে না দুটো রোটি।
প্রতিটি মানুষ ই ভক্তি ভরে দেবদেবী পুজো করে ,
সিংহাসন আর মন্দির তাই অনিবার্য প্রতি ঘরে ।
কামনার চাহিদা রোজ হয় হেথা হয়না ঈশ্বর উপাসনা ,
কিছু ভণ্ড মানুষ হোম-যজ্ঞে বাড়ায় আরও বিড়ম্বনা ।
কখনো শুনেছি গণেশ নাকি খাচ্ছে দুধ বাটি-বাটি
সে দুধ পায় না ভিখারি শিশুটি, ভিজছে শুধু নালার মাটি।
নেই হিসাব কত টাকা জনগণ মন্দিরেতে দিচ্ছে দানে
পাপ যত সব ধুয়ে যাবে এতে এই আশা কি জাগে প্রাণে?
অমুক কামনা পূর্ণ হলে চুল দিয়ে যাবো তোমার পায়ে
সবার চুল সরিয়ে দেখ কি কখনো দু'পা কেমন পচেছে ঘায়ে!
সরকারি চাকরি জুটলে দেব পাঁচ ভরির সোনার চেন
পূজারী ভাবে ও চেন শুধু আমিই নেব এটাই হল আমার কেণ
মহান ব্যক্তি ধর্মগাঁথা লিখেছে মানব কল্যাণ হেতু
আমারা তাকেই অস্ত্র বানিয়ে গড়ে তুলেছি নোংরা সেতু।
ক্ষমা, সংযম, জীবে দয়া সব ধর্মের ই আসল কথা
দেখো ধর্মের নামে দলাদলি করে কেটে চলেছে কত মাথা ।
শুধু ধর্ম কবলে সবাই দেখো জড়িয়ে রয়েছে আষ্টে-পৃষ্ঠে
তবুও মুক্ত করতে চায়না নিজেকে বিকায় আরও নিকৃষ্টে।।


*কেণ=জেদ