এখন আমি বেশ ছোট, আমি ক্লাস কেজি
সবাই কে তাই চাই বোঝাতে আমার যা মর্জি।
সকালে উঠলেই মা বলে যে শুধু পড়তে
কেউ বলে না অনেক হল যাও তো এবার খেলতে।
রবিবার ও পাই না ছুটি, পাঠায় আঁকা শিখতে-
এত বাঁধনে আছি বলেই ,হচ্ছে কবিতা লিখতে!
বড়দের আশা শুধুই আমাদেরকে ঘিরে-
আর ,আমাদের ইচ্ছে গুলো মরছে তিলে তিলে।
পড়তে যে ছাই ভাল্লাগেনা, আমরা কি কোনো যন্ত্র?
পারো যদি দাও শিখিয়ে স্বাধীন হবার মন্ত্র!!