আমরা শিশু তবু আমরাই শ্রমিক
সমাজকে আর কত দেব ধিক্-
বাবা- মা- ই পাঠিয়েছে করতে উপার্জন
নইলে বন্ধ হবে বাড়ির রন্ধন।
হাড়ভাঙা খাটুনি খেটে মাসে আসে দুহাজার;
এই কটা টাকায়, হয় কি মাসের বাজার?
এত নরম হাতে কত যে বাসন মাজায়
তাইতো; এখনই দু হাত ঢেকেছে হাজায়
আমার ছোট্ট বোনটি খেতে পায় না দুধু
রোগা হতে মালকীন রোজ খাচ্ছে মধু।
পুজোয় কাউকে নতুন জামা পারিনা কিনে দিতে
"বারো মাসে তেরো পার্বন" নয় গরিবের হিতে।।
এদেশেই আছে কত ধনীর অধিক
আমরা এদের কাছে মাগি শুধু ভিখ্
আলগা করতে চায়না এরা শাসনের বাঁধন
যতই খাটি তবু এদের ভরেনাকো মন।
সামান্য টোথপেস্ট ও আমরা পাইনা দাঁত মাজার
চাইলে শাসিয়ে বলে, তোরা পোলা কি রাজার?
চেয়ে দেখ কত শিশু পড়ে থাকে রাস্তায়
এখান থেকে শ্রমিক তুললে পাওয়া যাবে সস্তায়
চারিদিকে উন্নয়নের বার্তা শুনছি শুধু
তালি দিয়ে লোকে বলে , সাধু- সাধু!
উন্নতির কোনো সুবিধা আমরা পাইনা কোন রীতে
স্বচ্ছ ভারত গড়তে মোদের ও সাথে হবে নিতে।।