শীতের দুপুর আলতো ছোঁয়া
প্রেম না কি শুধুই মায়া,
মিষ্টি-মধুর রৌদ্রের আভা
জীবন মাঝে জোয়ার-ভাঁটা।

আকাশ যাচে রঙিন পাখা
শান্ত হাওয়ায় উন্মুক্ত শাখা,
মলিন যত পল্লব সব
ঝরে পড়ে ক'রে কলরব।

উড়ে যেতে চায় চাতক মন
উজান ভেঙে সারাটিক্ষন,
নীল সাগর আর শঙ্খচিলে
মাতাবে আবেগ আলিঙ্গনে।

জীবন যত সুখের ভাবি
আবেগ ভরা স্বপ্ন ছবি,
স্মৃতি মাখানো খুনসুটি
চোখের জলের আঁকিবুকি।

চলে গেলো তেত্রিশটি বছর
শূন্য তবু ভাঙ্গা এই বুক,
সুখের খোঁজে চলা ই সার
তবুও রইলো অধরা ই সুখ।।