পিতা মাতা জন্মদিলো
তুমি দিলে শিক্ষা,
প্রথম দুজন মানুষ করলো
তুমি দিলে দীক্ষা।
হাত পা যুক্ত প্রাণী ছিলাম
হলাম আজ গুণী,
তোমার ছোঁয়া কষ্টিপাথর
সবার মুখেই শুনি।।
বসন আসন সবেতেই আছে
মুন্সীয়ানার ছোঁয়া,
তোমার সান্নিধ্যে পেয়ে থাকি
জ্ঞানবৃক্ষের ছায়া।
সদা হাঁসি ঠোঁটে তোমার
লেগেই আছে জানি,
পিতা মাতার উর্দ্ধে তোমায়
সর্বদা মানি।।
অকপটে করতে পারো
সন্তানেরে ক্ষমা,
শিক্ষা লাভে হয়না খরচ
সবটুকুই জমা।
স্নেহ, মায়া, মমতায়
তুমি ঈশ্বর সম,
বিশ্বমাঝে তুমি ওগো
আপনতর মম।।