যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়,
জটিল আরও জটিল তোমার মন!
আসবে আসবে ক'রে কাটিয়ে দিলে এতো গুলো দিন,
এলে অবশেষে, মুষলধারে, বিশাল মেঘের ঘনঘটায়, পূর্ণ করলে এই পৃথিবীর দহন জ্বালা।
এই ধরণীর ফুটি ফাটা গুলি পেলো তৃপ্ত হওয়ার জন্য রসদ,
শুস্ক ,রুক্ষ জননী আবার ফলাবে সোনালি ফসল।
আবারো ন্যাড়া তরুদল উঠবে হেঁসে সবুজে ভরাবে তাদের শাখা সকল।
ডানা ভেজা পাখি যত তরু শাখে বসে আনমনে ভাবে বিগত বসন্তের ভালোবাসার স্মৃতি যত।
আবেগে আজ কিনারা ভাঙে নতুন প্রেমিক-প্রেমিকা, কপোত কপোতির মতো।
চারিদিক আজ ভরেছে জলে
চাষী গায় গান মনের হরষে,
দুটো ধান হলে বেশি,
কিনবে সে লাল শাড়ি,
আবির রাঙা হবে সেটা লক্ষ্মীমন্তের পরশে।
অত্যাধুনিকতা রাখতে বজায় করেছি বৃক্ষ ছেদন শ'য়ে শ'য়ে,
আজকে তাই রয়েছি সবাই
প্রাণ নাশের ভয়ে ভয়ে।
সকলে করি এই অঙ্গীকার,
ভরে দেব এই ধরা ,বৃক্ষে হাজারো প্রকার।
তবে পারবো করতে রক্ষা আপন জীবন সবার।।
পলাশ