সত্যিই কী আবার মানুষ হতে চাই ?
আবার সেই ছেলেবেলার ছেলেমানুষী
আবার সেই পড়াশুনার রেষারেষি|
মনে ইচ্ছে লুকানো, বড়ো হবার দুরন্ত
মনের গভীরে বোনা কতো রঙ্গিন স্বপ্ন|
কিন্তু সত্যি কী বড়ো হতে চাই-
হয়তো চাই,
উষ্ণ ভালোবাসার পরশ পেতে,
প্রেম ভালোবাসার স্বপ্ন খুঁজে পেতে|
মায়া ভরা দুনিয়ায় মনের মানুষের খোঁজে
রঙ্গিন দুনিয়ায় তাকে নিয়ে ই বাঁচতে|
কিন্তু --কোথায় ভালোবাসা
সারা পৃথিবী এখন বারুদের গন্ধে ঠাসা|
ফুলের পাপড়ি র ওপর নয়-
মানুষের মৃত দেহের ওপর এখন বেঁচে থাকা,
বাঁচার জন্য মারা
মারার জন্য বাঁচা|
কিন্তু সত্যিই কী মরতে চাই....
নাকি সত্যিই মারতে চাই
জবাব খুঁজি , এই সুন্দর পৃথিবীর আকাশে বাতাসে,
কিন্তু উত্তর আসেনা, আসে এক প্রশ্ন ভেসে
সত্যিই কী আবার মানুষ হতে চাই ?