জনমে দেখেছিস তার বেদনারত জঠর,
আধো বোজা চোখের আড়ালে ,
তারই বক্ষের সাথে প্রথম পরিচয় তোর।
ক্ষুধার যন্ত্রণা মিটিয়েছে তারই বক্ষের তৃষ্ণা,
অজানা ভয়ে আঁকরে ধরে জানিয়েছিস বাঁচার তোর তীব্র আখাঙ্কা।
তার নগ্ন আবক্ষ জীবনী শক্তি জুগিয়েছে তোর মনে,
সৃষ্টির এই অবাক সঞ্চিত ক্ষুদ্র বিস্মিত প্রানে।
বিশ্ব জীবনের সর্ব প্রথম পরিচয় শুধুই তার সাথে,
মানবতার শৃঙ্খলে প্রবেশ তোর তারই হাত ধরে।
ধরণীর বুকে প্রথম শব্দ তারই পরিচয়ে,
কিন্তু এখনো সে এক জ্বলন্ত সমস্যা সারা বিশ্ব জুড়ে,
সে পরাধীন, সে কামিত, কামনার কূ-দৃষ্টিতে ।
সে কারো কন্যা, কারো ঘরণী, কারো সুধুই শয্যাসঙ্গিনী
সে এক সস্তার বাজারে বিকিকিনি
কিন্তু কে সে –
যার নিঃশ্বাসে তোর প্রথম স্পন্দন-
যার আনন্দাশ্রুতে তোর প্রথম ক্রন্দন-
যার পদতলে তোর দুই চক্ষু মেলি,
সে আর কেউ না,
সে যে তোর গর্ভধারিণী, জন্মদাত্রী নারী।