রাতের অন্ধকারে একাকী নারীর পথ চলা-
শংকিতো মনে , কম্পিতো বুকে প্রিয়োজনের পথ চেয়ে থাকা,
কী জানি কী হয় ? অন্ধকারে কখন যে আসবে ফিরে-
ছিড়ে খেয়ে যাবে চলে, মানবে না কোনো বাঁধা,
তবুও আমরা বলবো - এগিয়ে চলছি, চলেছি, চলবো -
তবুও সত্তর বছর চলার পরও, এখনো খুজছি মুক্তির স্বাধীনতা|