আবার হলাম রক্তাক্তো
শরীরের না মনের বুঝিনি এখনো,
চলার পথে মৃত্যুর হাতছানি,
সেতো এখন, চায়ের টেবিলে আড্ডার তুফানি|
আজ সে ভীষন টাটকা, কাল সে আবার বাসী,
লোহার বিম পড়েছে আবার -
সেতো তোমার গায়ে, আমি তো শত হাত দূরে,
তোমার রক্ত মাখা খবরে মগ্ন আছি|
সময়ের সাথে সব যাবো ভুলে একদিন
আজ নয়তো কাল
দুস্বপনেও হয়তো দেখবোনা এই মৃত্যুর ঢাল|
মনকে বলবো যারা গেছে , তাদের যাবার-ই ছিলো
লোহার বিমের আঘাতে , বন্ধ হয়ে দম
অসহায় চাহনীতে , পঙ্গুত্বোকে রেখে আড়ালে,
জীবনের সব স্বপ্নো হারিয়ে
এতদিন যে রয়েছি বেঁচে, এটাই বা কী কম|
আবার শুনবো কতো আশার বাণী,
বিবর হয়ে ভাববে তুমি,
রঙ্গিন হয়ে দেখবো আমি|
আবার কোনো ছন্দপতন
আবার কোনো হাহাকার,
আবার আমি ঘুমের ঘোরে ,
লুকিয়ে খুজবো তোমায়
রক্ত মাখা লোহার বিম
এখন তুমি কোথায়|