কে জানে কখন যেন সকাল হল
পাউরুটি তে জ্যাম লাগিয়ে
বা পা টাকে ডান পায়ে তুলে
কখন যেন মনের ভিতর এক তৃপ্তি এল।
ব্যাল্কনিতে ঠিকরে পরা একমুঠো রৌদ্র
কংক্রিটের সাজসজ্জা স্পর্শ করে
কখন যেন আমার ঠোঁটে চুম্বন দিল।
কে জানে কখন যেন সকাল হল।