উল্কা আমি দেখিনি খসতে ,
শুনেছি সে চোখের নিমেষে পরে খসে
কত শত পথ করে পার, কত শক্তি ক্ষয়ে
অবশেষে ছাই হয়ে যায় মিশে।
খসে পরা উল্কা যেন আমার জীবনের প্রতিচ্ছবি
কত শক্তি ক্ষয়ে , কত পথ ফেলে এসেছি চলে,
ভগ্ন মনে, জীর্ণ শরীরে চলেছি অন্তিম পথের প্রাণে।
চলার যে পথে নেই কোন সাথী ,
প্রাপ্তি র নেই কোন যোগ ,
আছি শুধু আমি, আর আছে শুধু অজানা দিবসের কালো অন্ধকার,
আছে আর ছাইয়ের তীব্র গন্ধ , খসে পড়া সেই উল্কার।
বাতাসের সাথে ভারী হয়ে ফিসফিস করে বলছে আমায়
তুমিও পড়বে খসে, আজ নয়তো কাল
মিশে যাবে বাতাসের অগভীর দোলাচলে
আমারই মতন উড়বে ছাই হয়ে –
এই আকাশ বাতাসের গায়ে।