কে এসেছিল আগে
জন্ম না মৃত্যু…।
আমি মনে করি আমি …
আমিই এসেছিলাম আগে।
এই সুজলা সুফলা পৃথিবীর জন্ম নিয়েছিল
এক অগ্নিগর্ভ জ্বলন্ত পৃথিবীর অন্তিম লগ্নে।
আর সেই অন্তিম লগ্ন মানে আমি, আমার হাত ধরে।
জন্ম সহজ লভ্য
কিন্তু আমি নই।
আমি তোমার অবসাদের অবচেতন মনের গভীরে
যন্ত্রণাময় অসহায় জীবন যুদ্ধের অন্তরালে
এসে উঁকি দিয়ে যাই,
জানান দিয়ে যাই,
এক লহমায় আমাকে স্পর্শ করার আকুলতা নিয়ে
যখন তুমি পরাজয় স্বীকার করে
হতাশার মাঝে নিজেকে আবার জন্ম দাও
নতুন করে বেঁচে থাকার আশা নিয়ে
নতুন দিনের সূর্য উদয় চাক্ষুষ করো…
আমি ঠিক তোমার পিছনে দাড়িয়ে
স্মিত হেসে বলি
আমি চিরাচরিত সত্য
কিন্তু সহজ লভ্য নই।