সন্ধ্যা টা ভাল ছিল
নাকি রাত্রি টা।।
বিষণ্ণ মনের ভিতরে
মন খারাপ টা ভাল ছিল ?
নাকি মন খারাপের কারন টা ?
সন্ধ্যা নামার পরে
রাস্তার আলোর উজ্জ্বলতা টা ভাল ছিল ?
নাকি রাত্রি নামার পরের
গহীন গভীর অন্ধকারের শূন্যতা।
মনের গভীরে রঙিন স্বপ্ন ভাল ছিল ?
নাকি তা পুরন না হওয়ার যন্ত্রণা…
প্রকৃতির মাঝে নিজেকে লড়াই করে
বেঁচে থাকাটা ভাল ছিল
নাকি নয় মাস মাতৃ গর্ভে কাটিয়ে দেওয়া সেই সময় টা।