মানব সেবায় করো কর্ম,
ইহা মানব ধর্ম।
যাহারা বুঝে না মানবের মর্ম,
খসিয়া পরিবে তাহাদের চর্ম।

মানবতা যদি যায় মরিয়া,
লাভ হবেনা কভু পুণ্য করিয়া।
জীবন হইল জগতের পরীক্ষা,
খোদা'তায়ালা করিতেছে তোমাকে নিরীক্ষা।

কেহ বা ধনী কেহ বা গরীব,
আমরা সবাই মানব।
যাহারা মানুষে মানুষে ভেদাভেদ করে,
তাহারা সবাই দানব।

সৃষ্টির সেরা মানব জাতি,
অন্যের করিও না ক্ষতি।
জ্বালিয়ে মানব সেবার বাতি,
এসো সকলে উল্লাসে মাতি।