ডাক্তারী হলো মানব সেবা মহান পেশার নাম।
ঈশ্বরের পর জীবন দেওয়া ডাক্তারের অবদান।
আজকের দিনে ডাক্তার সব রক্ত চোষা পোকা,
রোগীর কাছে ছলা কলায় নিচ্ছে হাতিয়ে টাকা।

পাঁচশত বা হাজার টাকা পরামর্শ ফি মোটে,
গরিব রোগীর পেটে তার ভাত দু মুঠো না জোটে।
ডাক্তার বাবু সরকারী হাসপাতালে রোগী কাবু ভাই।
সরকারের চাকরি করে তবু বলে নার্সিং হোমে চাই।

দশ টাকায় কি রোগ সারে ভাই নার্সিং হোমে  চলো,
সমস্যা কি হয়ছে তোমার সেথায় গিয়ে বলো।
কথায় বলে তারা অনেক রকমে টেষ্ট  লাগে,
লিখে দিলাম টেষ্ট সেন্টারের নাম সেথা যাও আগে।

পরিক্ষাতে অনেক টাকা কমিশন ডাক্তার  পায়,
পরিক্ষাটা যেমন তেমন রোগের খবর নাই।
পরিক্ষা আর ফিসে টাকা শেষ হলো ভাই,
রোগীর জন্য আর ঔষধ কেনার টাকা নাই।

রোগীর অবস্থা জটিল অনেক অস্ত্রপচার লাগে,
যেখান থেকে পরো লক্ষ টাকা যোগাড় কর আগে।
অস্ত্রপচার শেষে এবার রোগী গেলো মারা।
ফকির হলো পরিবার কম দিশ আজ এম্বুলেন্স ভাড়া।


এই আমাদের মানব সেবার ডাক্তার বাবু।