জন্মে সবাই নিস্পাপ এই জগতের মাঝে,
গায়ে লাগে কলঙ্কর দাগ দোষ গুনে কাজে।
রাজার সন্তান হয় রাজা বীরের সন্তান বীর,
পীরের ছেলে সবাই হয় কি কভু পীর।
কর্ম দোষে গায়ে লাগে কলঙ্কর ছায়া,
কর্ম গুনে হয় লক্ষি বা কেউ বা অপয়া।
দোষে গুনে মানুষ সবাই এই দুনিয়ার সবে,
দোষ করিলে গায়ে কলঙ্কর দাগ হবে।