বসন্তের আগমনে গাছে গাছে
নানান ফুলের মেলা।
বসন্তের আগমনে ককিলের ঐ
কুহুকহু মধুর তানে খেলা।
দখিনা বাতাসের হাওয়ায় যেন,
উদাসী হয় মন।
মনটি আমার উড়ে যেতে চায়,
গাঁয়ের গহিন বন।
অামের মুকুলের গন্ধে আমি,
মাতোয়ারা আজ হই।
আয় সবে আয় খোকা খুকু সব,
করি সবে হইচই।
শিমুল ফুলের লাল রঙে আজ,
সাজলো সবুজ গাঁ।
কৃষ্ণচুড়া শিমুলের সাজে,
আজ মিলালো বুঝি পা।
সাজলো প্রকৃতি নতুন সাজে,
বসন্তর ঐ আগমনে।
বসন্ত এসে দোলা দিয়ে যায়,
আজকে সবার মনে।
বসন্তর ঐ নতুন সাজে রঙিন,
লাগে আজ সব।
মিষ্টি কন্ঠে শুনি কোকিলের ,
কুহুকুহু কলরব।
খুলনা /১৪-০২-২০১৬