সাগর রুনি ছিলো দুজন,
সত্য ন্যায়ের সংবাদ সৈনিক।
সত্য কথা বলতো তারা,
সকাল বিকাল রোজ দৈনিক।
সাগর রুনি ছিলো তারা,
বাংলার বুকে সত্য খবর জুটি।
রক্ত পিপাসু হায়েনার দল,
বন্ধ করে দিলো ওদের সত্য টুটি।
বলতে পার কেও ভাই,
মোরা কেমন দেশে আছি।
সত্য কথা বললে কেমনে,
মোদের এই জীবনে বাঁচি।
ন্যায়ের মশাল জ্বালছে যারা,
যাচ্ছে জীবন নিভে।
এই ভুবনে কেমনে তবে,
সত্যর আলো দিবে।
খুন হলো সাগর রুনি,
বিচার নাহি আজ হয়।
এই দেশে হচ্ছে তবে,
সন্ত্রাসের আজ জয়।
ছোট্র ছেলে মেঘ হলো এতিম,
পিতা মাতা হীন।
ভাবছে সে বাবা মা খুনের,
বিচার পাব কোন দিন।
আশায় আশায় পেরিয়ে গেল,
চারটি বছর আজ।
কবে তাই শেষ হবে
সাগর রুনির বিচার কাজ।