ভালসাসা আজ হলো লালসার
এক সরল নাম।
ভালবেসে সব কিছু হারায় নারী,
পায়না তার প্রেমের দাম।
প্রেমের বদলে শুধু পায় ধোকা,
শুভংকরে ফাঁকি।
দেয় তারা দেহ ও মন,
থাকেনা কিছু বাঁকী।

ভালবেসে হয় লালসার শিকার,
কত সতী নারী।
নর পশুর দল আছে ভুবনে
তারা ছলনা করি।

লালসার শিকার যত নারী
আছে এই সমাজে বুকে।
মরছে তারা মহা হতাশায়
কষ্টে ধুকে ধুকে।