করি প্রতিবাদ যেখানে হবে অন্যায় অবিচার,
শোষকের কালো ভেঙে করবো চুরমার।
যেখানে মানুষ মরে শাসক নামের শোষকের হাতে,
করবো প্রতিবাদ রুখবেনা কোন তাতে।
জালিমের হাতে হয় মাজলুমের অকাতরে মরন,
জালিম জুলুম করে শান্তি করে হরণ।
যত মাজলুম হচ্ছে যুলুম জালিমের কালো হাতে,
এই প্রতিবাদ জালিমের সাথে।
যদি হয় মরণ অন্যায়ের প্রতিবাদে হবোনা তবু শান্ত,
জালিম নির্রমূলে তব হব খ্যান্ত।
করে প্রতিবাদ যায় যদি যাক মোর এই তাজা প্রান,
যালিম খতমে তবে পাব পরিত্রান।