ভালবেসে উজাড় করে দিয়েছিলাম সব
তুমি ভালবাসার ছলে আমাকে দিলে,
শুধু কলঙ্কর ফুল।
তোমাকে ভালবেসে দিয়েছি সব কিছু
দেহ ও সরল মন আর এর জন্য
তুমি ভাঙ্গলে বিশ্বাসের কুল
তোমার দেয়া কলঙ্কর ফুল আমি কোথায়
রাখবো বলো বা কি করে সমাজ সংসারে
দেখাব এই মুখ।
ক্ষনিকের সুখের জন্য ব্যাবুল হয়েছিলাম
এই সুখের পরিনতিতে,
হারালাম সকল সুখ।
তোমার ভালবাসা আমার জীবনের বড় ভুল।
বিনিময়ে দিলে আমায় কলঙ্কর ফুল।