যেদিন আকাশের নীলে অশান্ত মেঘমালা
সেদিন সৃষ্টির বন্ধনে মগ্ন অসীম বিষণ্ণতা
ক্লান্তির ছন্নছটায় শ্রান্ত আকুল নিরবতা
সিক্ত শরীরে হারায় ধীরে প্রানের উষ্ণতা
অভয়বাণীর শত মিথ্যে আশ্বাস
ছুড়ে ফেলে দাও হারানো খাঁদে
তবু যেন সেই কাব্যসপ্ন বলে
ছুঁয়ে দেখো না তোমার নিরেট হৃদয়
হঠাৎ চিৎকারে চিরচেনা আঁধারকবি
‘কীসে তোমার ভ্রান্তি, কীসে তোমার শ্রান্তি
ক্রন্দিত চোখে প্রার্থনা, উদ্দেশ্য কার
মানবকুলে মাতাল মজেছে, খুঁজে আপন শান্তি
নেই সে, নেই কেউ অদূরে সবে
প্রানে মনে, গাইছে গানে নব্য সুরে
মিথ্যে আশা, ভ্রান্ত মরীচিকা এই ভালবাসার
তোমার সৃষ্টিতে কেন শেষের আকুতি’