অনিলে ধরেছে মেঘেরা বায়না
খুঁজে ফিরেছি সময়ের আয়না
অরোরায় নেই আজ রঙের কারখানা
আনন্দ বাহাস আর পলক জুড়ায় না
যাত্রাপালায় নাকি লেপেছে কালো
খরগোশের গর্ত লাগেনা ভালো
উঁচু দালানে তবে শেয়ালের উল্লাস
আরে... বোকা এটাই আধুনিকতার প্রয়াস
স্বপনে ঘুমিয়ে দেখছে স্বপন
যাবতীয় হাহাকার নেইকো আপন
শুনে আমি COOL শেয়ালের গান
খরগোশের হাসিতে নাইরে আর প্রাণ